অ্যাকসেসিবিলিটি লিংক

টিপিপি চুক্তি থেকে যুক্তরাষ্ট্রকে প্রত্যাহার করে নিয়েছেন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প


প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প সোমবার, ১২ জাতি ভিত্তিক প্রশান্ত মহাসাগরীয় বানিজ্য চুক্তি থেকে যুক্তরাষ্ট্রকে প্রত্যাহার করে নিয়েছেন।

এই পদক্ষেপের বিষয়ে হোয়াইট হাইসে ডনাল্ড ট্রাম্প বলেন, আমরা যা করেছি, তা আমেরিকার শ্রমীকদের জন্য খুব ভাল হয়েছে।

নতুন প্রেসিডেন্ট, যে সব আর্ন্তজাতিক গ্রুপ গর্ভপাত নিয়ে কাজ করে অথবা কার্যপ্রনালী সম্পর্কে তথ্য দেয়, যুক্তরাষ্ট্র সে সব সংস্থাকে যে অর্থায়ন করে, তার ওপর যে নিষেধাজ্ঞা ছিল, তা পুনরায় বহাল করেছে।

এছাড়া, সরকারের খরচ কমানোর জন্য তিনি অনেক ফেডারেল এজেন্সির নিয়োগ প্রক্রিয়া স্থগিত করে দিয়েছেন।

২০০৯ সালে সাবেক প্রেসিডেন্ট ওবামার প্রশাসনের সময় Trans-Pacific Partnership TPP চুক্তি হয় কিন্তু যুক্তরাষ্ট্র কংগ্রেস তা অনুসমর্থন করেনি। বহু আইন প্রণেতা চুক্তির বিরোধিতা করেন বা চুক্তি বিষয়ে সন্দিহান ছিলেন। ওই চুক্তির অধীনে জাপান, অস্ট্রেলিয়া, নিউ জিল্যান্ড,মালায়েশিয়া, চিলে, ক্যানেডা, মেক্সিকো এবং অন্যান্য চারটি দেশের সঙ্গে লেন দেন করার কথা।

ইতিহাসের সবচাইতে বড় আঞ্চলিক বানিজ্য চুক্তি TPP, বিশ্ব অর্থনীতির প্রায় ৪০ শতাংশ এবং বিশ্ব বানিজ্যের এক তৃতীয়াংশ ঘীরে। চীন আলোচনায় অংশ নেয় নি। কিন্তু মনে হচ্ছে তারা দক্ষিণপূর্ব এশিয়ার দেশগুলো যারা ১২ জাতির চুক্তিতে অন্তর্ভুক্ত তাদের সঙ্গে নিজস্ব চুক্তি করতে প্রস্তুত।

XS
SM
MD
LG