অ্যাকসেসিবিলিটি লিংক

যুক্তরাষ্ট্র কংগ্রেসে প্রেসিডেন্ট নির্বাচনে রাশিয়ার হস্তক্ষেপের তদন্ত


সোমবার যুক্তরাষ্ট্র কংগ্রেসের উভয় কক্ষে গোয়েন্দা কমিটি – যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচন কালে, নব-নির্বাচিত প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্পের জয়লাভে সাহায্য করার জন্য রাশিয়া হস্তক্ষেপ করেছিল বলে যে অভিযোগ, সে বিষয়ে তদন্ত শুরু করেছে।

গত মাসের নির্বাচনের ফলাফলের ওপর প্রভাব খাটানোর জন্য রাশিয়ার সাইবার হামলার বিষয়ে এই পৃথক অনুসন্ধান হচ্ছে ট্রাম্পের প্রতি গোড়াতেই এক তিরস্কার। তিনি সপ্তাহান্তে বলেছেন যে, রাশিয়া তার জয়লাভে সাহায্য করার জন্য সাইবার হামলা চালিয়েছে বলে কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থার এই ধারণা তার কথায় ‘হাস্যকর’।

রিপাবলিকান ট্রাম্প আগামী মাসে তার দায়িত্ব গ্রহণের আগেই, রাশিয়ার হস্তক্ষেপ সম্পর্কে সিআইএ-এর প্রতি এই কটাক্ষ - সেনেটের সংখ্যাগরিষ্ঠ নেতা মিচ ম্যাককনেল, প্রতিনিধি পরিষদের স্পীকার পল রায়নের মত রিপাবলিকান দলের শীর্ষ বিধায়কদের সঙ্গে তার একটা বিরোধের সৃষ্টি করছে।

XS
SM
MD
LG