অ্যাকসেসিবিলিটি লিংক

নির্বাচনে ট্রাম্পের জয়ের সম্ভাবনা বাড়াতে রাশিয়া হস্তক্ষেপ করেছে বলে সি আই এ যে বক্তব্য রেখেছে, ট্রাম্প তাকে হাস্যকর বলে বর্ণনা করেছেন


FILE - U.S. President-elect Donald Trump speaks at the USA Thank You Tour event at the Iowa Events Center in Des Moines, Iowa, Dec. 8, 2016.
FILE - U.S. President-elect Donald Trump speaks at the USA Thank You Tour event at the Iowa Events Center in Des Moines, Iowa, Dec. 8, 2016.

যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা সি আই এ গত মাসের নির্বাচনে ডনাল্ড ট্রাম্পের জয়ের সম্ভাবনা বাড়াতে রাশিয়া হস্তক্ষেপ করেছে বলে যে বক্তব্য রেখেছে, প্রেসিডেন্ট ইলেক্ট ডনাল্ড ট্রাম্প তাকে হাস্যকর বলে বর্ণনা করেছেন। তিনি বলেন, তিনি হিলারিকে পরাজিত করায় ডেমোক্র্যাটিক পার্টি আবার একটি অজুহাত তৈরি করছে। ওদিকে এক্সন মোবিলের প্রেসিডেন্ট ও প্রধান নির্বাহী কর্মকর্তা রেক্স টিলারসন, যুক্তরাষ্ট্রের সম্ভাব্য পরবর্তী পররাষ্ট্রমন্ত্রীর তালিকার শীর্ষে আছেন। বেশ কয়েকটি সংবাদ সংস্থা, নব-নির্বাচিত প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্পের ট্রানজিশান টিমের ঘনিষ্ঠ সূত্রের বরাত দিয়ে ওই খবর প্রকাশ করে। ট্রাম্প নির্বাচনী প্রচার অভিযান এই খবর নিশ্চিত করেনি যে এ বিষয়ে কোন সিদ্ধান্ত নেওয়া হয়েছে কিনা। নব নির্বাচিত প্রেসিডেন্টের সংযোগ বিভাগের পরিচালক টুইট বার্তায় বলেন আগামী সপ্তাহের আগে এ বিষয়ে কোন ঘোষণা করা হবে না।

XS
SM
MD
LG