অ্যাকসেসিবিলিটি লিংক

মুসলিম দেশের যাত্রী প্রবেশ বিষয়ে প্রেসিডেন্ট ট্রাম্পের সংশোধিত নির্বাহী আদেশের ওপর স্থগিতাদেশ


ছয়টি মুসলিম দেশের যাত্রী যুক্তরাষ্ট্রে প্রবেশ বিষয়ক প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্পের সংশোধিত নিষেধাজ্ঞা আইন কার্যকরি হবার কয়েক ঘন্টা আগে আইনটির ওপর স্থগিতাদেশ জারি করেছেন হাওয়াই ফেডারেল আদালতের বিচারক। উত্তেজিত হয়ে এক প্রতিক্রিয়ায় প্রেসিডেন্ট ট্রাম্প বলেছেনে দরকার হলে তিনি এ নিয়ে সুপ্রিম কোর্ট্‌ এ লড়বেন। বিচারক ডেরিক ওয়াটসন এই আদেশ দেন।

জাজ ডেরিকের আদেশেরে পর তেন্নেসীর ন্যাশভিলে সমর্থকদের এক সমাবেশে প্রেসিডেন্ট ট্রাম্প বলেন, “বিপদের আভাস পরিষ্কার, আইন পরিষ্কার, আমার নির্বাহী আদেশের প্রয়োজনীয়তা পরিষ্কার”। তিনি বলেন আমেরিকানদের নিরাপদ রাখার লক্ষ্যে এই দেশে কে আসবে কে আসবে না তা নিয়ন্ত্রনের কতৃত্ব তাঁর রয়েছে।

হাওয়াই আদালতের রায়ে বলা হয় ছয় মুসলিম দেশের যাত্রী প্রবেশে নিষেধাজ্ঞা সম্বলিত ঐ নির্বাহী আদেশের ফলে পর্যটন শিল্প ক্ষতিগ্রস্থ হবে যার ওপর অনেকাংশেই নির্ভর করে হাওয়াইয়ের অর্থনীতি।

XS
SM
MD
LG