অ্যাকসেসিবিলিটি লিংক

সামাজিক মাধ্যমই সত্য প্রকাশের পথ- ডনাল্ড ট্রাম্প


সামাজিক যোগাযোগ মাধ্যমে মতামত প্রচার করা অব্যাহত রাখবেন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প।

মঙ্গলবার প্রেসিডেন্ট ট্রাম্প এক টুইট বার্তায় লাখেছেন, “শুধুমাত্র ফেইক নিউজ মিডিয়া এবং ট্রাম্প শত্রুরা সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যাবহার বন্ধ করাতে চায়”। ব্রাকেটে সংখ্যা বলেছেন মাত্র ১১ কোটি মানুষ। তিনি আরো লিখেছেন, ‘এটিই একমাত্র পথ সত্য প্রকাশের”।

ট্রাম্পের মতের বিপরীতে মূলধারার সংবাদ মাধ্যমগুলো যাদেরকে তিনি প্রায়শই ফেইক নিউজ বলেন, তারা বলেছেন তারা কখনোই তাঁকে সামাজিক যোগাযোগ মাধ্যমে যাওয়া বন্ধ করতে বলেন নি। বরং প্রেসিডেন্টের টুইটার বার্তাকে ঐসব মাধ্যমে তারা বেশী করে প্রচার করেছেন।

হোয়াইট হাউজের কিছু কর্মকর্তা এবং কিছু রিপাবলিকান ওডেমোক্রেট আইনপ্রনেতা প্রেসিডেন্টের টুইট বার্তার সমালোচনা করেছেন অনেক সময়। প্রেসিডেন্সীর প্রথম ছয় মাসেই তিনি এক হাজারেরও অধীক টুইট বর্তা করেছেন।

XS
SM
MD
LG