অ্যাকসেসিবিলিটি লিংক

আমরা যা অর্জন করেছি সেজন্য আমাদের মনে রাখতে হবে -প্রেসিডেন্ট ট্রাম্প 


কয়েক সপ্তাহ ধরে, ক্ষমতা ধরে রাখার লড়াইয়ের পর, বৃহস্পতিবার প্রেসিডেন্ট ট্রাম্প, তাঁর ঐতিহাসিক বিজয় নিয়ে এক ভিডিও বার্তা প্রকাশ করেনI ওই বার্তায় তিনি বলেন, "আমরা যা হাসিল করেছি, তার জন্য আমাদের মনে রাখতে হবেI প্রেসিডেন্ট ট্রাম্প, যিনি, তাঁর প্রতিদ্বন্দ্বী জো বাইডেনের কাছে এখনো হার মানেন নি. ফ্লোরিডা থেকে ফিরে, টুইটারে এই বার্তা প্রকাশ করেনI প্রেসিডেন্ট ট্রাম্প তাঁর প্রশাসনের বহু সাফল্য দাবি করেছেন, যার মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে, করোনা সঙ্কটের ব্যবস্থাপনা এবং অর্থনীতির পুনরুদ্ধার I

১৯শে অক্টোবর, তিনি করোনা রোগে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হন, তবে করোনা সঙ্কটের ভয়াবহতাকে সব সময়েই উড়িয়ে দিয়েছেন এবং প্রতিদিন হোয়াইট হাউস থেকে করোনা পরিস্থিতির যে ব্যাখ্যা দিতেন, স্বাস্থ্য বিশেষজ্ঞরা তাকে অগোছালো এবং বিজ্ঞান বিবর্জিত বলে উল্লেখ করেনI প্রেসিডেন্ট ট্রাম্প তাঁর বার্তায় দাবি করেন যুক্তরাষ্ট্র, রেকর্ড সময়ে ভ্যাকসিন উৎপাদন করেছে এবং তিনি নিশ্চিতভাবে বছরের শেষে তা সহজলভ্য হবে, এমন ভবিষ্যৎবাণী দিয়েছিলেনI

তবে, এতো কিছুর পরেও, সংক্রমণ ও মৃতের নিরিখে যুক্তরাষ্ট্রই এখন শীর্ষস্থানে I জন হপ্কিন্সের হিসাব অনুযায়ী শুক্রবার নাগাদ, যুক্তরাষ্ট্রে মৃত্যু হয়েছে ৩,৫৪,২১৫ জনেরI

XS
SM
MD
LG