অ্যাকসেসিবিলিটি লিংক

ওবামা ট্রাম্প টাওযারে টেলিফোনে আড়ি পাতার নির্দেশ দেননি: এফবিআই পরিচালক


প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প যে দাবী করেছেন, সাবেক প্রেসিডেন্ট বারাক ওবামা গত বছর নির্বাচনের আগে নিউ ইয়র্কে ট্রাম্প টাওয়ারে টেলিফোনে আড়িপাতার নির্দেশ দিয়েছিলেন, কেন্দ্রীয় তদন্ত ব্যুরো- এফবিআই এর পরিচালক জেম্স কোমি সেই দাবী নাকচ করে দিয়েছেন।

সোমবার যুক্তরাষ্ট্র কংগ্রেসের প্রতিনিধি পরিষদের গোয়েন্দা বিষয়ক কমিটিতে তিনি সাক্ষ্য দেন। জাতীয় নিরাপত্তা সংস্থার প্রধান অ্যাডমিরাল মাইকেল রজার্সও সাক্ষ্য দেন।

জেম্স কোমি নিশ্চিত করেছেন যে, ট্রাম্প যাতে জয়ী হন তাতে রাশিয়া সহযোগিতা করেছে কি না, সে বিষয় এফবিআই তদন্ত চালাচ্ছে।

এর আগে আমেরিকার প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প, রাশিয়ার স্বার্থে তাঁর নির্বাচনী অভিযান সহযোগিতা করেছে যাতে তিনি জয়ী হন, এই ধারণার সমালোচনা করে সোমবার বলেন, ডেমোক্রাটরা এই অজুহাত বানিয়েছে কারণ তারা নির্বাচনে পরাজিত হয়েছেন।

XS
SM
MD
LG