অ্যাকসেসিবিলিটি লিংক

করোনা ভাইরাস পরিস্থিতি মোকাবেলায় প্রেসিডেন্ট ট্রাম্পের ভাষণ


বিশ্ব স্বাস্থ্য সংস্থা করোনা ভাইরাসকে বিশ্বব্যাপী হুমকি বলে ঘোষণা দেবার পর প্রেসিডেন্ট ট্রাম্প জাতির উদ্দেশ্যে ভাষণে বলেন, ইউরোপ থেকে আগামী ৩০দিনের জন্য সব ফ্লাইট বাতিল করা হবে, তবে যুক্তরাজ্যের বেলায় তা প্রযোজ্য হবে নাI তিনি বলেন চীন ও দক্ষিণ কোরিয়া পরিস্থিতির ওপর নজর রাখা হবে এবং পরিস্থিতির উন্নয়ন সাপেক্ষে পরবর্তী পদক্ষেপ নেয়া হবেI ভাইরাস দমনে তিনি CDC কে ৮.৩ বিলিয়ন দলের বরাদ্দের কথা ঘোষণা করেনI তিনি বলেন ঝুঁকি আমাদের অনেকটাই কম, কারণ আমাদের রয়েছে সর্বোত্তম পরিষেবা এবং চৌকষ চিকিৎসক দলI তিনি অপ্রয়োজনীয় ভ্রমণ না করার পরামর্শ দেনI

এ ছাড়াও বয়স্কদের ঘরে থাকবার এবং শরীর ভালো না লাগলে ঘরে থাকার পরামর্শ দিয়েছেনI ছোট ছোট ব্যবসা প্রতিষ্ঠানের জন্য বড় ধরণের অর্থ সহায়তা দেয়া হবে বলে জানানI

পরিশেষে প্রেসিডেন্ট ট্রাম্প রাজনীতিকে বাইরে রাখবার এবং সবাইকে একতাবদ্ধ হয়ে এই পরিস্থিতি মোকাবেলার অনুরোধ জানানI

XS
SM
MD
LG