অ্যাকসেসিবিলিটি লিংক

তিউনিসিয়ার প্রেসিডেন্ট বলেছেন জাদুঘরে তৃতীয় হামলাকারী এখনো ‘পলাতক’


At a protest in Tunisia, activists are defiant, saying terrorism will not change their way of life, Tunis, March 19, 2015. (Mohamed Krit/VOA)
At a protest in Tunisia, activists are defiant, saying terrorism will not change their way of life, Tunis, March 19, 2015. (Mohamed Krit/VOA)

তিউনিসিয়ার প্রেসিডেন্ট বেহি কেইড এসাবসাই রবিবার বলেছেন, যে দেশের জাতীয় জাদুঘরে প্রাণঘাতী হামলা চালিয়েছিল যারা তাদের তৃতীয় অস্ত্রধারী এখনো ‘পলাতক’।

রাজধানী তিউনিসের বারডো জাদুঘরের ভেতর থেকে, মি: এসাবসাই, ফরাসী টেলিভিশনে দেওয়া এক সাক্ষাৎকারে বলেছেন, দুজন বন্দুকধারীকে হত্যা করা হয় কিন্তু তৃতীয় অস্ত্রধারী এখনো ‘পলাতক’। তবে তিনি বলেন যে সে বেশি দুর যেতে পারবেনা।

তিউনিসিয়ার প্রেসিডেন্টের বিবৃতিতে এই প্রথম নিশ্চিত করা হলো যে বুধবারের আক্রমণে তিনজন হামলাকারী ছিল। ওই হামলায় ২১জন নিহত হয় তাদের মধ্যে একজন ছাড়া সকলেই বিদেশী পরযটক ছিল।

XS
SM
MD
LG