সোমবার তুরষ্কে পুলিশ ও সেনাদের লক্ষ্য করে বেশ কয়েকটি আক্রমণ চালানো হয়। হামলায় কয়েকজন নিহত হয়। ওদিকে সে দেশের সবচাইতে বড় শহরে যুক্তরাষ্ট্রের কনসুলেটে আরেকজন গুলি চালায়।
ইস্তাম্বুলে কেউ আহত হয়নি যখন সেখানে দুজন গুলি চালায়। আক্রমণকারীরা ঘটনাস্থল থেকে পালিয়ে যেতে সক্ষম হয় যখন পুলিশ গুলি ছোড়ে। কিন্তু পরে আক্রমণকারীদের একজন, এক মহিলা তাকে পুলিশ আটক করে।
কর্তৃপক্ষ বলেছে ওই মহিলা, বামপন্থী বিপ্লবী গণ মুক্তি ফ্রন্টের সদস্য। তুরষ্ক, যুক্তরাষ্ট্র এবং ইউরোপীয় ইউনিয়ন, ওই গ্রুপটিকে সন্ত্রাসী গ্রুপ বলে মনে করে। ২০১৩ সালে আঙ্কারায় যুক্তরাষ্ট্রের দূতাবাসে আত্মঘাতী বোমা হামলা সহ বিক্ষিপ্ত হামলা চালিয়েছে ওই গ্রুপটি।