অ্যাকসেসিবিলিটি লিংক

আঙ্কারায় বোমা হামলার জন্য একজন সিরীয় নাগরিক দায়ি: দাভুতোলু


তুরস্কের প্রধানমন্ত্রী আহমেদ দাভুতোলু বলছেন যে, কুর্দি মিলিশিয়া গোষ্ঠিগুলোর সঙ্গে সংশ্লিষ্ট একজন সিরীয় নাগরিক আঙ্কারায় বুধবারের গাড়ি বোমা হামলার জন্য দায়ি।

বৃহস্পতিবার টেলিভিশনে দেওয়া এক ভাষণে দাভুতোলু বলেন, পিকেকে কুর্দি বিচ্ছিন্নতাবদী গোষ্ঠি এই হামলা চালিয়েছে এবং তার সঙ্গে ছিল একজন লোক যে সিরিয়া থেকে তুরস্কে প্রবেশ করে।

দাভুতোলু বলেন সিরিয়ার ঐ লোকটি সিরীয় কুর্দি বিদ্রোহী গোষ্ঠি ওয়াইপিজি (YPG) এর সদস্য। তুরস্ক ওয়াইপিজি এবং পিকেকে (PKK) উভয় গোষ্ঠিকে সন্ত্রাসী সংগঠন বলে বিবেচনা করে।

বাহ্যত যুক্তরাষ্ট্রকে লক্ষ্য করেই তিনি ওয়াইপিজি, এর বিরুদ্ধে আন্তর্জাতিক সমর্থন লাভের জন্য আবেদন করেন। যুক্তরাষ্ট্র ইসলামিক স্টেট জঙ্গিদের বিরুদ্ধে লড়াইয়ে ওয়াইপিজি (YPG) কে সমর্থন করে।

সিরীয় কুর্দি গোষ্ঠির প্রধান সালেহ মুসলিম তুরস্কের এই অভিযোগ অস্বীকার করে বলেন এই বোমা বিস্ফোরণের সঙ্গে তাঁর সংগঠনের কোনই সম্পর্ক নেই। সাম্প্রতিক সময়ে তুরস্কে একই ধরণের আক্রমণ চালিয়েছে আইএস এবং কুর্দি বিচ্ছিন্নতাবাদী বাহিনী। তুর্কি প্রধানমন্ত্রী বলেন যে, এর সঙ্গে সম্পৃক্ততার অভিযোগে ন’জনকে আটক করা হয়েছে।

XS
SM
MD
LG