সিরিয়ায় নুতন করে বাস্তুচ্যুত লোকজনের সংখ্যা বাড়ছেI তুরস্ক সমর্থিত
বিদ্রোহীদের সাম্প্রতিক হামলায়,বহু গ্রামবাসীদের সিরিয়ার সীমান্তবর্তী,আইন ঈসা শহর থেকে চলে যেতে দেখা যায়I এই শহরটি কুর্দি বাহিনীর নিয়ন্ত্রণে ছিল,যে বাহিনীকে তুরস্ক, সন্ত্রাসী বাহিনী বলে চিহ্নিত করেছেI
সিরিয়ান নজরদারি গ্রূপটি জানায়, কুর্দি বাহিনী এই হামলার জবাব দেয়, তবে দুটি পক্ষের বহু যোদ্ধা এই হামলায় নিহত হয়েছেI