অ্যাকসেসিবিলিটি লিংক

তুরস্ক নেটোর মিত্র দেশের সঙ্গে বৈঠকের আহ্বান জানিয়েছে


তুরস্ক মঙ্গলবার নেটোর মিত্র দেশগুলোর সঙ্গে বিশেষ বৈঠকের আহ্বান জানিয়েছে। তুরস্কের নিজেদের নিরাপত্তার বিষয়ে যে ঝুঁকি রয়েছে সেসব বিষয়, সিরিয়ায় ইসলামিক স্টেট জঙ্গি ও ইরাকে কুর্দী বিদ্রোহীদের লক্ষ্য করে যে বিমান হামলা চালাচ্ছে যেসব বিষয় নিয়ে আলোচনা করতে চাইছে।
নেটোর মূল চুক্তির চতুর্থ অনুচ্ছেদের আওতায় কোন দেশ যদি মনে করে যে তাদের দেশের ভৌগলিক অখণ্ডতা, রাজনৈতিক স্বাধীনতা অথবা তদের নিরাপত্তা হুমকির মুখে/ সেক্ষেত্রে তারা আলোচনার জন্য অনুরোধ জানাতে পারে।
তুরস্কে সম্প্রতি নৃশংস যেসব সন্ত্রাসী হামলা হয়েছে তার পর উদ্ভূত পরিস্থিতির গুরুত্ব বিবেচনায় ঐ বৈঠকের অনুরোধ জানানো হয়েছে।
রবিবার হোয়াইট হাউসের জনৈক মুখপাত্র বলেছেন- সন্ত্রাসী লক্ষস্থল বিষয়ে ব্যবস্থা গ্রহণের অধিকার আঙ্কারার রয়েছে-ইরাকের উত্তরাঞ্চলে কুর্দিস্তান ওয়ার্কার্স পার্টী PKK-র একটি জনপদে রাতভরের যে হামলা হয় সেটিও এর মধ্যেই পড়ে। ২ হাজার ১৩ সালে শান্তি চুক্তি ঘোষিত হওয়ার পর রাতভরের ঐ হামলাই ছিলো নিষিদ্ধ ঘোষিত ঐ কুর্দী গোষ্ঠীর বিরুদ্ধে পরিচালিত প্রথম আঘাত হানা।

XS
SM
MD
LG