তুর্কি কর্মকর্তারা, সামরিক অভ্যুত্থানের সঙ্গে সংশ্লিষ্টতার কারণে বিচারক ও সামরিক কর্মকর্তাদের গ্রেপ্তার করছে এবং রবিবার আরও সৈনিকদের আটক করেছে।
বিচার বিভাগের মন্ত্রী বেকির বোজদাগ বলেছেন প্রায় ৬০০০ব্যক্তিকে আটক করা হয়েছে এবং এই সংখ্যা বাড়বে। আটক লোকজনের মধ্যে আছেন Third Army Corps এর কম্যান্ডার জেনারেল এরদাল অজতুর্ক। জেনারেল অজতুর্কের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহীতার অভিযোগ আনা হতে পারে।
অন্যান্য উচ্চ পদস্থ সামরিক কর্মকর্তারা হেলিকপ্টারে প্রতিবেশি দেশ গ্রীসে চলে যান এবং রাজনৈতিক আশ্রয় চান। তুর্কি বার্তা মাধ্যমে বলা হচ্ছে যারা পালিয়ে গেছেন তাদের মধ্যে কয়েকজন আছেন যারা অভ্যুত্থানের স্থপতি।