অ্যাকসেসিবিলিটি লিংক

ইস্তাম্বুলে তুর্কী পুলিশকে লক্ষ্য করে যে বোমা হামলায় ৩৮ জন নিহত হয় তার দায় স্বীকার করেছে কুর্দী চরমপন্থী একটি গ্রুপ


Turkey Explosions
Turkey Explosions

ইস্তাম্বুলে তুর্কী পুলিশকে লক্ষ্য করে যে বোমা হামলায় ৩৮ জন নিহত হয় তার দায় স্বীকার করেছে কুর্দী চরমপন্থী একটি গ্রুপ। বিস্ফোরণে আহত হয় ১৫০জনের বেশি।

কুর্দিস্তান ফ্রিডম ফ্যালকান্স রবিবার ওই হামলার দায় স্বীকার করে।

শনিবার রাতে বিশাল এক ফটবল স্টেডিয়াম বিস্ফোরণে কেপে উঠে। প্রত্যক্ষদর্শীরা এবং কর্তৃপক্ষ বলেছে জোড়া আক্রমণ করা হয় একটি গাড়ি বোমা ও এক আত্মঘাতী বোমা বিস্ফোরণ ঘটিয়ে। হামলার লক্ষ্য ছিল নিরাপত্তা অফিসাররা। এর দু ঘন্টা আগে ফুটবল খেলা শেষ হয়।

কর্তৃপক্ষ বলেছে দাঙ্গা পুলিশ ভর্তী একটি বাস বসফোরাসের তীরে বেশিকটাশ ভোডাফোন এরিনা থেকে যাচ্ছিলো যখন ওই বাস লক্ষ্য করে হামলা চালানো হয়।

XS
SM
MD
LG