অ্যাকসেসিবিলিটি লিংক

তুরস্ক, লিবিয়ায় তাদের অবস্থান মজবুত করতে শুরু করেছে


লিবিয়ায় তুরস্কের সামরিক হস্তক্ষেপ সুফল বয়ে আনতে শুরু করেছে I তুরস্ক সম্প্রতি ত্রিপোলির জাতীয় সরকারের সমর্থনে সেনা পাঠিয়ে আঙ্কারার অবস্থান মজবুত করে নিয়েছে I জেনারেল খলিফা হাফতারের লিবিয়া ন্যাশনাল আর্মি সম্প্রতি তারহুনা শহরের ঘাঁটি ছেড়ে আসতে বাধ্য হয় I

তবে জেনারেল হাফতারকে সমর্থন যোগাচ্ছে বিশ্বের অন্যতম শক্তিধর দেশ, রাশিয়া, যারা তাঁর সমর্থনে অত্যাধুনিক জঙ্গিবিমান ও ভাড়াটে সেনাদের সেখানে পাঠিয়েছে I তবে তুরস্কের সঙ্গে লিবিয়ার ঘনিষ্ট সম্পর্ক থাকায়, তুরস্ক কোনো অবস্থাতে রাশিয়াকে বিব্রত করতে চায়না Iএমতাবস্থায়, লিবিয়ার পরিস্থিতি এখন সমীক্ষকদের উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে I

XS
SM
MD
LG