তুরস্কের বার্তা মাধ্যমে বলা হয়েছে যে অন্তত ২০জন কুর্দী চরমপন্তী বুধবার সকালে ইরাকের উত্তরাঞ্চলে তুর্কী বিমান হামলায় নিহত হয়।
আনাদুলু সংবাদ সংস্থা জানিয়েছে তুর্কী F-16 জঙ্গী জেট, অবৈধ কুর্দী ওযার্কার্স পার্টি PKKর সদস্যদের লক্ষ্য করে, তুরস্কের সঙ্গে ইরাকের সীমান্তের কাছে হাকুর্ক পার্বত্য অঞ্চলে হামলা চালায়।
২০১৫ সালের জুলাই মাসে তুরস্কের সরকার এবং পিকেকে র মধ্যে দু বছরের শান্তি ও অস্ত্র বিরতি চুক্তি ভেঙ্গে যায়।