অ্যাকসেসিবিলিটি লিংক

তুরস্ক ইরাকে সৈন্য পাঠিয়েছে


তুরস্কের সৈন্যরা ইরাকে প্রবেশ করেছে এবং এর কারণ হিসেবে যুক্তরাষ্ট্রের কর্মকর্তারা যা বলছেন তাতে মনে হয় তারা ইরাকের ইসলামিক স্টেট বিরোধী বাহিনীর সঙ্গে প্রশিক্ষণ মহড়ার জন্য সেখানে গেছে।

তুরস্কের একজন কর্মকর্তা রয়টারকে বলেন যে এই সৈন্যরা নিয়মিত প্রশিক্ষণ মহড়ার জন্য মোসেলের বাশিকা এলাকায় গেছে। তারা আই এস নিয়ন্ত্রিত মোসেল শহর থেকে তিরিশ কিলোমিটার দূরে সীমান্ত অতিক্রম করে প্রবেশ করে।

তুরস্কের সংবাদমাধ্যম এই সৈন্য মোতায়েনের খবর দিয়েছে যার মধ্যে ট্যাঙ্ক এবং সাঁজোয়া গাড়ি ও রয়েছে। এর আগে যে বিশেষ বাহিনী ঐ অঞ্চলে আই এস বিরোধী প্রশিক্ষণ পরিচালনা করছিল , তুরস্কের সৈন্যরা তাদের স্থলাভিষিক্ত হলো।

যুক্তরাষ্ট্রের কর্মকর্তারা শুক্রবার দিনে আরও পরের দিকে এই পদক্ষেপ নিশ্চিত করে বলেছেন যে তুরস্কের এক ব্যাটেলিয়ন সৈন্য ইরাকী সীমান্তের ভেতরে অবস্থান নিয়েছে । যুক্তরাষ্ট্র বলছে যে এই সৈন্য মোতায়েন ইসলামিক স্টেট সন্ত্রাসী গোষ্ঠির বিরুদ্ধে জোটশক্তির প্রচেষ্টার অযশ নয় , এটি তুরস্ক ও ইরাকের মধ্যে দ্বিপাক্ষিক ব্যবস্থার অংশ।

XS
SM
MD
LG