উত্তর ইরাক ও ইস্তাম্বুলে কুর্দি বিদ্রোহী ঘাটি লক্ষ্য করে বিমান হামলা চালিয়েছে তুরস্ক। দক্ষিন-পূর্ব তুরস্কে ভয়াবহ বোমা হামলার পর বিদ্রোহীরা তা করেছে এই ধারনায় ওই বিমান হামলা করা হয়।
তুরস্কের সরকারী গনমাধ্যমে বলা হয় বৃহস্পতিবার ইস্তাম্বুলের বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে ১৭ জনকে গ্রেফতার করা হয়।
পুলিশের গাড়ী লক্ষ্য করে করা বুধবারের পৃথক বোমা হামলায় ৮ জন নিহত হন। তার আগে ইরাকের সীমান্তে পিকেকের হামলায় ৪ সেনা সদস্য নিহত হন।
যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষামন্ত্রী এ্যাশ কার্টার নিহতদের প্রতি শোক জানিয়েছেন।
এদিকে যুক্তরাষ্ট্রে নিযুক্ত তুরস্কের এক এ্যাডমিরাল নিখোঁজ হয়েছেন। বলা হচ্ছে তাকে তুরস্ক কতৃপক্ষ দেশে ফেরার নির্দেশ দিয়েছিল গোয়েন্দাগিরির অভিযোগ বিচারের সম্মুখীন হওয়ার জন্যে।
তুরস্ক নৌবাহিনীর রিয়ার এ্যাডমিরাল মুস্তাফা উগুরলু নেটো বাহিনীর ভার্জিনিয়াতে কর্মরত ছিলেন এবং ২২শে জুলাই থেকে নিখোঁজ হন। ১৫ই জুলাই তুরস্কে ব্যার্থ সেনা অভ্যুত্থানের পর তাকে দেশে ফেরার নির্দেশ দেয়া হয়।