অ্যাকসেসিবিলিটি লিংক

তুরস্ক,সুরুচের বোমা বিস্ফোরণের ছবির প্রকাশ-বিলিবন্টন রুখতে, টুইটার প্রবেশাধিকার রুদ্ধ করে দেয়।


তুরস্ক, সোমবার সুরুচে যে বোমা বিস্ফোরণ ঘটে, যে বিস্ফোরণে ১৯ ব্যক্তির প্রাণহানি হয়েছে, জখম হয়েছে কম হলেও তিরিশ ব্যক্তি, সেই বিস্ফোরণের ছবির প্রকাশ-বিলিবন্টন রুখতে,বুধবার টুইটার প্রবেশাধিকার রুদ্ধ করে দেয়।

তুরস্ক সরকারের জনৈক কর্মকর্তা জানান-কোম্পানীর তরফে হিংসা-বিদ্বেষপুর্ণ বক্তৃতা আর বিদ্বেষপরায়ন উপাদান সরিয়ে নেওয়া হলে ঐ প্রবেশাধিকার আবার উন্মুক্ত করা হয়েছে।

সংবাদ মাধ্যমের সঙ্গে কথা বলার ব্যাপারে সরকারী কর্মকর্তাদের ওপর বিধিনিষেধ থাকার কারণে ঐ কর্মকর্তা, তাঁর নাম প্রকাশ করা হবেনা, এ শর্তে কথা বলেন।

এর আগে বুধবার সুরুচের একটি আদালত থেকে ঐ বোমা বিস্ফোরণের ছবি বা সংশ্লিষ্ট উপাদান সংবাদ মাধ্যমে- ইন্টারনেট ও সোস্যাল নেটওয়ার্কে প্রকাশের ওপর নিষেধাজ্ঞা আরোপ করা হয়।

XS
SM
MD
LG