অ্যাকসেসিবিলিটি লিংক

সিরিয়া-তুরস্ক সীমান্তে সক্রীয় তুরস্কের অবৈধ পাচারকারী চক্র


সামান্য অর্থের বিনিময়ে সিরিয়া-তুরস্ক সীমান্ত অবৈধভাবে অতিক্রম করতে সহায়তা করছে তুরস্কের পাচারকারী চক্র। আর তা বন্ধে আংকারা কতৃপক্ষ সীমান্ত প্রহরা জোরদার করেছে; বিশেষ করে অবৈধভাবে সীমান্তপার হয়ে বিদেশী যোদ্ধারা যাতে কোবানীর দখল প্রতিষ্ঠায় যুদ্ধরত ইসলামিক ষ্টেট জঙ্গীদের সঙ্গে যোগ দিতে না পারে;তা নিশ্চিতকরতে। কিন্ত তার পরও সীমান্তের নানা দুর্বলতা এবং সীমান্ত রক্ষীদের সহায়তায় অব্যহত রয়েছে অবৈধ সীমান্ত অতিক্রম প্রক্রিয়া। এ নিয়ে জ্লাটিকা হোকের প্রতিবেদন; শোনাচ্ছেন সেলিম হোসেন:

please wait
Embed

No media source currently available

0:00 0:03:10 0:00
সরাসরি লিংক

XS
SM
MD
LG