অ্যাকসেসিবিলিটি লিংক

 মস্কোর সঙ্গে সামরিক সম্পর্ক সুদৃঢ় করার হুমকি দিয়েছেন এরদোয়ান


তুরস্কের প্রেসিডেন্ট রেজেপ তায়িপ এরদোয়ান হুমকি দিয়েছেন যে যুক্তরাষ্ট্র একটি প্রধানতম যুদ্ধ বিমানের বিক্রির ওপর নিষেধাজ্ঞা তুলে না নিলে মস্কোর সঙ্গে সামরিক সম্পর্ক সুদৃঢ় করবেন তিনি। আগামী সপ্তাহের নির্ধারিত প্রেসিডেন্ট ট্রাম্প এবং প্রেসিডেন্ট এরদোয়ানের বৈঠকের আগে এই সতর্কবাণী দেয়া হল।

রাশিয়ার নতুন বোমারু বিমান এসইউ-৩৫ কেনার জন্য প্রস্তুত তুরস্ক। রাশিয়ার কাছ থেকে এস-৪০০ ক্ষেপণাস্ত্র কেনার সতর্কবাণী ইতিমধ্যেই পশ্চিমা মিত্রদের মাঝে তারা জানিয়ে দিয়েছে। এরদয়ান বলেন আমরা যখন এস-৪০০ কিনেছিলাম তখন কারো অনুমতি নেই নি। সেই ক্ষেত্রে আমরা যদি সিদ্ধান্ত নিয়ে থাকি কে আমরা ঐ বোমারু বিমান কিনবো আমরা বিমানটি কিনবো। এরদয়ান ইঙ্গিত দিয়েছেন যে রাশিয়ার কাছ থেকে ঐ বোমারু বিমান কেনার চূড়ান্ত সিদ্ধান্ত নির্ভর করছে ওয়াশিংটনের ওপর। যুক্তরাষ্ট্রের এফ-৩৫ যুদ্ধ বিমান তুরস্কের কাছে বিক্রি করার ওপর যে নিষেধাজ্ঞা আরোপ করেছেন ট্রাম্প, তা তুলে নেয়ার আহ্বান জানান এরদয়ান। আঙ্কারা এস-৪০০ খেপ্নাস্ত্র কেনার পর ওয়াশিংটন এই নিষেধাজ্ঞা আরোপ করে।

XS
SM
MD
LG