তুরস্কের সামরিক বাহিনীর এক বিবৃতিতে বলা হয়েছে শুক্রবার তুরস্কের দক্ষিণ-পূর্বাঞ্চলের কুর্দি এলাকায় এক সংঘর্ষে ৮জন তুর্কী সেনা এবং নিষিদ্ধ ঘোষিত কুর্দিস্তান ওয়ার্কার্স পার্টি বা পিকেকের ছ’জন সদস্য প্রাণ হারিয়েছেন। হাক্কারি প্রদেশে শুক্রবার বিদ্রোহীদের সংগে লড়াই-এ ছয় সেনা নিহত এবং ৮জন আহত হন। সামরিক বাহিনীর একটি হ্যালিকপ্টার ঐ এলাকায় পাঠানো হ’লে যান্ত্রিক ত্রুটির কারণে বিধ্বস্ত হয়ে আরও দু'জন সেনা প্রাণহারান।
ওদিকে, বৃহস্পতিবার দিয়ারবকির এলাকার কাছে সন্দেহ ভাজন চারজন বোমা তৈরিকারী প্রাণ হারিয়েছেন।
নিরাপত্তা কর্মকর্তারা জানিয়েছেন যে পিকেকের জঙ্গীরা যখন ট্রাকে বিস্ফোরক বোঝাই করছিল তখনই বিস্ফোরণটি ঘটে। ঐ ঘটনার কয়েক ঘণ্টা পর মধ্যরাতে রাজধানী ইস্তানবুলের এক জনবসতি এলাকায় একটি গাড়ী বোমা বিস্ফোরিত হয়ে অন্তত ৭জন প্রাণ হারিয়েছেন। তুরস্ক পিকেকে সংগঠনকে সন্ত্রাসী দল হিসেবে বিবেচনা করে। তাৎক্ষনিক ভাবেগাড়ী বোমা বিস্ফোরণের দায়িত্ব এখনও কেউ স্বীকার করেনি। ১৯৮৪ সালে সংঘর্ষ শুরুর পর থেকে হাজার হাজার মানুষ প্রাণ হারিয়েছেন।