ইরাকি কর্মকর্তারা বলছেন বাগদাদের মধ্যাঞ্চলে একটি ব্যস্ত বাজার এলাকায় আজ দুটি বোমা বিস্ফোরিত হলে কম পক্ষে ২৫ জন প্রাণ হারিয়েছে।
কর্তৃপক্ষ বলছে আল সিনাক এলাকায় এই আক্রমণে অন্তত ৫০ জন আহত হয়েছে। তারা বলছে মৃতের সংখ্যা আরও বাড়তে পারে।
স্বরাষ্ট্র মন্ত্রকের কর্মকর্তাদের উদ্ধৃত করে রয়টার বার্তা সংস্থা বলছে একজন আত্মঘাতী বোমাবাজ একটি বোমায় বিস্ফোরণ ঘটায় এবং অন্য বোমাটি আগে থেকেই সেখানে পাতা ছিল।
তাৎক্ষণিক ভাবে এই হামলার দায় কেউ স্বীকার করেনি তবে কথিত ইসলামিক স্টেটের জঙ্গিরা সাধারণত এই ধরণের বোমাবাজির দায় স্বীকার করে থাকে।
অক্টোবর মাসে উত্তরাঞ্চলে জিহাদিদের শক্ত ঘাঁটি পুনর্দখলের জন্য ইরাকের সামরিক বাহিনী আক্রমণ অভিযান শুরু করার পর থেকে দেশটি উচ্চ সতর্কাবস্থায় রয়েছে।