উত্তর ও দক্ষিণ কোরিয়ার নেতাদের মধ্যে এ মাসে আরো পরের দিকে শীর্ষ সম্মেলনের জন্য দু দেশের কর্মকর্তাদের মধ্যে আজ প্রস্তুতিমূলক অনুষ্ঠিত হয়েছে। পিয়ংইয়ং এর পরমাণু কর্মসূচি নিয়ে উত্তেজনা হ্রাস করার আন্তর্জাতিক প্রচেষ্টার মধ্যেই এই বৈঠক অনুষ্ঠিত হতে যাচ্ছে।
সীমান্ত –গ্রাম পানমানজুমে শীর্ষ বৈঠক বাস্তবায়ন পর্যায়ের কর্মকর্তাদের এই প্রাথমিক বৈঠকের উদ্দেশ্য ছিল আসন্ন ঐ বৈঠকে নিরাপত্তা , প্রটোকল এবং সংবাদ মাধ্যমের খবর সংগ্রহের ব্যাপারে আলাপ আলোচনা করা। ২৭শে এপ্রিল উত্তর কোরিয়ার নেতা কিম জং ঊন এবং দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট মুন জায় ইন এর মধ্যে এই শীর্ষ বৈঠক হবার কথা। দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট ভবন ব্লু হাউজ থেকে বলা হয়েছে যে উভয় পক্ষ এ ব্যাপারে সম্মত হয়েছে যে চূড়ান্ত চুক্তি না হওয়া পর্যন্ত আলোচনার বিষয়বস্তু প্রকাশ করা হবে না।
আরেকটি প্রস্তুতিমূলক বৈঠকে এ ব্যাপারে বিস্তারিত ব্যবস্থা নেওয়া হবে যে কিম কি ভাবে আলোচনা স্থানে গিয়ে পৌঁছুবেন । সংবাদ মাধ্যমে এ নিয়ে আঁচ অনুমান চলছে যে উত্তর কোরিয়ার নেতা সামরিক সীমান্ত রেখা পায়ে হেঁটেই পার হবেন। দুটি কোরিয়াকেই এ নিয়ে সিদ্ধান্ত নিতে হবে যে ও দিন তিনি এবং মুন ক ‘বার বৈঠক করবেন এবং বৈঠকের কোন অংশ সরারি টেলিভিশনে সম্প্রচার করা হবে কী না।
গত সপ্তায় উচ্চ পর্যায়ের এক বৈঠকের পর উভয় দেশই শীর্ষ বৈঠকের ব্যাপারে সম্মত হয়। সোওলে কর্মকর্তারা বলেছেন যে পানমুনজমে অনুষ্ঠিতব্য এই শীর্ষ বৈঠকে উত্তর কোরিয়ার পরমাণূ অস্ত্র পরিহার, তবে পিয়ংইয়ং তাদের রাষ্ট্র পরিচালিত সংবাদ মাধ্যমে এই বিষয়টি নিশ্চিত করেনি।