অ্যাকসেসিবিলিটি লিংক

পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীর ‘দুয়ারে সরকার’ এবং ‘স্বাস্থ্যসাথী‘ প্রকল্প সাফল্যের শিখরে


পশ্চিমবঙ্গের সাধারণ ভোটারদের মন পাওয়ার সেরা উপায় যে তাঁদের অভাব অভিযোগ দূর করা, সেটা খুব ভাল করে জানেন রাজ্যের মুখ্যমন্ত্রী। দুহাজার একুশের আগে তাই এমন দুটি প্রকল্প মমতা বন্দোপাধ্যায় এনেছেন, যা কিনা রীতিমতো গেম চেঞ্জার হয়ে যেতে পারে বলেই রাজ্যের রাজনৈতিক বিশেষজ্ঞদের অভিমত। আর সেটা অনুধাবন করতে পারছে গেরুয়া শিবিরও বলেই খবর। সংশ্লিষ্ট সূত্রের খবর, রাজ্য সরকারের আনা দুটি প্রকল্প নিয়ে রীতিমতো উদ্বেগের বাতাবরণ সৃষ্টি হয়েছে গেরুয়া শিবিরেও। কথা হচ্ছে ‘দুয়ারে সরকার’ এবং ‘স্বাস্থ্যসাথী‘ প্রকল্পের। এখনও পর্যন্ত গ্রাউন্ড রিপোর্ট বলছে, মুখ্যমন্ত্রীর মস্তিস্কপ্রসূত এই দুটি প্রকল্পই সাফল্যের শিখরে।

দুয়ারে সরকার’ প্রকল্পের মাধ্যমে সরকারি কাজের জটিল প্রক্রিয়া থেকে রাজ্যবাসীকে মুক্তি দিয়েছেন মুখ্যমন্ত্রী। এর ফলে সরকারের বিভিন্ন জনকল্যাণমূলক প্রকল্প একদিকে যেমন নিমেষে সাধারণ মানুষের কাছে পৌঁছে গিয়েছে, অন্যদিকে তেমনি কৌশলে শুরু হয়ে গিয়েছে জনসংযোগের কাজটিও বলেই মনে করছেন রাজ্যের রাজনৈতিক বিশ্লেষকরা।

XS
SM
MD
LG