মিয়ানমারের সেনাবাহিনী ও উগ্রপন্থী রাখাইনদের নিষ্ঠুর নির্যাতনের মুখে রাখাইন থেকে বিভিন্ন সময়ে বাংলাদেশ ও ভারতে আশ্রয় নিয়েছে বাস্তুচ্যুত রোহিঙ্গারা। তবে ২০১৭ সালের আগস্টের পর ৭ লাখের বেশি রোহিঙ্গা নারী–পুরুষ বাংলাদেশে আশ্রয় নিয়েছে। সম্প্রতি প্রায় দেড় হাজারের মতো রোহিঙ্গা ভারত থেকে পালিয়ে এসে বাংলাদেশে আশ্রয় নিয়েছেন এবং ভারত বাংলাদেশ সীমান্তে বেশ কিছু রোহিঙ্গা আটকা পড়ে আছেন রোহিঙ্গাদের ভারত থেকে ফেরত পাঠানো বিষয়ে এই যে তোরজোর চলছে এবং রোহিঙ্গাদের আশ্রয় দেওয়া বিষয়ে অমর্ত্য সেনের মন্তব্যকে ঘীরে দারুণ আলোচনা সমালচনা হচ্ছে তা নিয়েই আলোচনা করলেন দিপংকর চক্রবর্তী। আমাদের সংবাদদাতা দিপংকর চক্রবর্তীর মতে রোহিঙ্গা সমস্যা নিয়ে ভারত সরকার এমনিতেই বিব্রত ছিল, এখন এই ভোটের বছরে ভারতে আশ্রয় নেওয়া রোহিঙ্গা উদ্বাস্তুদের রাখা বা ফেরৎ পাঠানোর ব্যাপারে সরকার আরও অস্বস্তিতে পড়েছে।
বিস্তারিত জানার জন্য অডিওতে চাপ দিনঃ