অ্যাকসেসিবিলিটি লিংক

উগান্ডার পুলিশ বিরোধী নেতা বেসিজেকে গ্রেপ্তার করেছে


A Ugandan riot policeman blocks the gate of the party headquarters of opposition leader Kizza Besigye, shortly after raiding the premises for the second time in a week, in the capital Kampala, Uganda, Feb. 22, 2016.
A Ugandan riot policeman blocks the gate of the party headquarters of opposition leader Kizza Besigye, shortly after raiding the premises for the second time in a week, in the capital Kampala, Uganda, Feb. 22, 2016.

উগান্ডায় পুলিশ সোমবার বিরোধী নেতা কিজা বেসিজেকে গ্রপ্তার করে। কয়েকদিন আগে তিনি প্রেসিডেন্ট নির্বাচনে পরাজিত হন। বেসিজে বলেছেন ওই নির্বাচনে ভোটে কারচুপি হয়।

বেসিজে সোমবার রাজধানী কাম্পালায় নির্বাচনী কমিশনের সদর দফতরে যাবার পরিকল্পনা করেছিলেন, তথ্য প্রমান সংগ্রহের লক্ষ্যে। তিনি আইনগত পদক্ষেপ নেবেন কিনা সেটা বিবেচনা করছিলেন। কর্তৃপক্ষ বেসিজের দলের সদর কার্যালয়ে চড়াও হয় এবং তথ্য সহ কাগজপত্র তুলে নয়। দলের কর্মকর্তারা ওই সব তথ্য ব্যবহার করেছিলেন ভোটের ক্ষেত্রে নিজেদের হিসেবের জন্য।

গত সপ্তাহে এবং নির্বাচনের আগে পর্যন্ত বেসিজেকে বহুবার গ্রেপ্তার করা হয়। বৃহস্পতিবার নির্বাচনে প্রেসিডেন্ট ইওয়েরি মুসেভেনি আরেক মেয়াদের জন্য নির্বাচিত হন।

XS
SM
MD
LG