অ্যাকসেসিবিলিটি লিংক

ব্রেক্সিট বিলম্বিত করাতে আদালতে যাওয়ার প্রস্তুতি


বৃটিশ প্রধানমন্ত্রী বরিস জনসনকে কোন ধরণের ছাড় দিতে চাইছেন না দলের বিদ্রোহী ও বিরোধী এমপিরা। ব্রেক্সিট প্রক্রিয়া বিলম্বিত করাতে তারা এবার আদালতে যাওয়ার প্রস্তুতি নিচ্ছেন।
৩১শে অক্টোবরের মধ্যে চুক্তিবিহীন ব্রেক্সিট এড়াতে বৃটিশ প্রধানমন্ত্রী বরিস জনসনের কাছে সময়সীমা বর্ধিত করার আহ্বান সম্বলিত একটি বিল এখন রাজকীয় অনুমোদনের অপেক্ষায় আছে। ব্রেক্সিটের সময় বৃদ্ধি করা সংক্রান্ত আন্তঃদলীয় ঐ বিলটি শুক্রবার বৃটিশ পার্লামেন্টে পাশ হয়েছে।
বরিস জনসন বলেছেন, ব্রেক্সিট বিলম্বিত করার জন্য ইউরোপীয় ইউনিয়নের কাছে আবেদন করার চেয়ে তিনি খাদে পড়ে মরে যাওয়াকে বেছে নেবেন।
প্রধানমন্ত্রী জনসন পার্লামেন্টের আইন মানবেন কিনা এ বিষয়ে স্পষ্ট বিবৃতি দাবি করেছেন লেবার নেতা জেরেমি করবিন। ৩১শে অক্টোবর ব্রেক্সিট হচ্ছে না এমনটি নিশ্চিত হলেই সাধারণ নির্বাচনে সমর্থন দেয়ার কথাও জানিয়েছেন তিনি।

please wait

No media source currently available

0:00 0:00:48 0:00



XS
SM
MD
LG