অ্যাকসেসিবিলিটি লিংক

বাংলাদেশের ৮জন পুলিশ সদস্যকে স্বীকৃতি দিল বৃটিশ কাউন্সিল


৪৬ বছর পর বাংলাদেশের ৮জন পুলিশ সদস্য আন্তর্জাতিক স্বীকৃতি পেলেন। আর এই স্বীকৃতি দিল বৃটিশ কাউন্সিল। ১৯৭১ সালের ২৫শে মার্চ বৃটিশ কাউন্সিল রক্ষায় তারা প্রাণ বিলিয়ে দিয়েছিলেন। তাদের স্মরণে বৃহস্পতিবার বৃটিশ কাউন্সিল চত্বরে একটি স্মৃতিস্তম্ভ নির্মাণ করা হয়েছে।

স্মৃতিস্তম্ভটি উদ্বোধন করেন কাউন্সিলের শীর্ষ নির্বাহী সিয়ার এন ডিভেইন, দক্ষিণ এশিয়ার আঞ্চলিক পরিচালক মার্ক স্টিফেন্স এবং বাংলাদেশ পরিচালক বারবারা উইকহ্যান।

উদ্বোধন কালে বারবারা বলেন, আমরা যতটুকু জানতে পেরেছি, ১৯৭০ এর দিক থেকে যুক্তরাজ্যে বসবাসরত বাংলাদেশীরা অত্যন্ত সক্রিয় ছিলেন। আর বাংলাদেশ সৃষ্টিতে যুক্তরাজ্যের ভূমিকা নিয়ে আরো তথ্য খুঁজে বের করার জন্য বৃটিশ কাউন্সিল কাজ করছে। তিনি জানান, এই গবেষণায় তারা জানতে পেরেছেন ওই ৮ বাংলাদেশীর কথা। যারা ৭১’র ২৫শে মার্চ পাকিস্তানী দখলদার বাহিনী কাউন্সিলে হামলা করলে নিজেদের জীবন উৎসর্গ করেন। ঢাকা থেকে মতিউর রহমান চৌধুরী।

please wait

No media source currently available

0:00 0:00:43 0:00

XS
SM
MD
LG