বৃটেনের উগ্রপন্থী ধর্মীয় নেতা আনজেম চৌধুরীকে ইসলামি স্টেইটকে সমর্থন দানের দায়ে আজ মঙ্গলবার পাঁচ বছরের কারাদন্ডে দন্ডিত করা হয়েছে।
দু’ দশক যাবত ৪৯ বছর বয়সী ঐ ধর্মীয় নেতা উগ্রপন্থার ইসলামের কথা বলে সোচ্চার বক্তব্য দিয়ে এসেছেন- ইউ টিউবে নিয়মিতভাবে ভিডিও চিত্র প্রকাশ করেছেন- ১১ সেপ্টেম্বরের বর্ষপুর্তিতে যুক্তরাষ্ট্র দূতাবাসের সামনে প্রতিবাদ বিক্ষোভ করেছেন- কিন্তু করেছেন এসব আইনী সীমারেখার ভেতরে থেকেই।
কিন্তু, দু’ হাজার চৌদ্দয় পৌঁছিয়ে ইসলামিক খিলাফথ রাষ্ট্রের বৈধতা ঘোষনায় শপথ-দৃপ্ত চৌধুরীর নাম প্রকাশিত হওয়ার পরই কেবল বৃটেন তাঁর বিরুদ্ধে আইনী পদক্ষেপ নেওয়ার সূযোগ পেলো।