অ্যাকসেসিবিলিটি লিংক

বৃটেনের উগ্রপন্থী ধর্মীয় নেতা আনজেম চৌধুরী ইসলামি স্টেইটকে সমর্থন দানের দায়ে কারাদন্ডে দন্ডিত


বৃটেনের উগ্রপন্থী ধর্মীয় নেতা আনজেম চৌধুরীকে ইসলামি স্টেইটকে সমর্থন দানের দায়ে আজ মঙ্গলবার পাঁচ বছরের কারাদন্ডে দন্ডিত করা হয়েছে।

দু’ দশক যাবত ৪৯ বছর বয়সী ঐ ধর্মীয় নেতা উগ্রপন্থার ইসলামের কথা বলে সোচ্চার বক্তব্য দিয়ে এসেছেন- ইউ টিউবে নিয়মিতভাবে ভিডিও চিত্র প্রকাশ করেছেন- ১১ সেপ্টেম্বরের বর্ষপুর্তিতে যুক্তরাষ্ট্র দূতাবাসের সামনে প্রতিবাদ বিক্ষোভ করেছেন- কিন্তু করেছেন এসব আইনী সীমারেখার ভেতরে থেকেই।

কিন্তু, দু’ হাজার চৌদ্দয় পৌঁছিয়ে ইসলামিক খিলাফথ রাষ্ট্রের বৈধতা ঘোষনায় শপথ-দৃপ্ত চৌধুরীর নাম প্রকাশিত হওয়ার পরই কেবল বৃটেন তাঁর বিরুদ্ধে আইনী পদক্ষেপ নেওয়ার সূযোগ পেলো।

XS
SM
MD
LG