অ্যাকসেসিবিলিটি লিংক

ইউক্রেনে পুলিশ ও প্রতিবাদকারীদের মধ্যে সংঘর্ষ


ইউক্রেনে এক নতুন আইনে নাগরিকদের প্রতিবাদ জানানোর অধিকার উল্লেখযোগ্যভাবে সীমিত করা হয়েছে। তার বিরুদ্ধে প্রতিবাদ জানানোর জন্যে রোববার কিয়েভে ১ লক্ষ ইউক্রেনিও নাগরিক মিছিলে শামিল হলে, প্রতিবাদকারী এবং পুলিশের মধ্যে সংঘর্ষ হয়।

একদল চরমপন্থী সক্রিয়কর্মী পুলিশের ওপর লাঠি নিয়ে চড়াও হয় এবং প্রতিবাদকারীরা ইউক্রেনের সংসদ ভবনের দিকে অগ্রসর হতে চেষ্টা করে। এসময় সংসদ ভবন ঘিরে রাখা হয়েছিল কয়েক সারি পুলিশ ও বাসের বেস্টনী দিয়ে।

প্রতিবাদকারীদের অনেকেরই পরনে ছিল শক্ত হেলমেট এবং গ্যাস মুখোশ। তারা স্টান গ্রেনেড, অগ্নি নির্বাপক এবং ফ্লেয়ার নিয়ে দাঙ্গাবর্ম পরা পুলিশের ওপর আক্রমণ চালায়।

বিরোধী দলের একজন নেতা, প্রাক্তন বিশ্ব মুষ্টিযুদ্ধ চ্যাম্পিয়ন ভিতালি ক্লিছকো, পুলিশকে আক্রমণ করা থেকে প্রতিবাদকারীদের বিরত রাখার চেষ্টা করেন। তবে, তিনি সফল হননি। তিনি এই প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন।
XS
SM
MD
LG