অ্যাকসেসিবিলিটি লিংক

ইউক্রেনে সংঘর্ষে ৪ অসামরিক ব্যক্তি নিহত


ইউক্রেনিয় বাহিনী এবং রুশপন্থী বিচ্ছিন্নতাবাদীদের মধ্যে সংঘর্ষে ৪জন বেসামরিক নাগরিক মারা গেছে।

কেবল ডনেটস্ক ছাড়া, ঐ অঞ্চলে গত মাসের অস্ত্রবিরতি বলবত ছিল। ডনেটস্কের নিয়ন্ত্রণে রয়েছে রুশপন্থী বিচ্ছিন্নতাবাদীরা। সেখানে কিয়েভ বাহিনী এবং বিদ্রোহীদের মধ্যে শহরের বিমানবন্দরের দখল নিয়ে প্রতিদিন লড়াই চলছে। এখনও পর্যন্ত কোন পক্ষই তা সম্পূর্ণ কব্জা করতে পারেনি।

গত কয়েক মাস ধরে পূর্ব ইউক্রেনে রুশপন্থী বিচ্ছিন্নতাবাদীরা যে বিদ্রোহ চালিয়ে যাচ্ছে তা নিয়ে আগামী সপ্তাহে ইউক্রেন ও রাশিয়ার মধ্যে আবারো আলোচনা শুরু হবার কথা রয়েছে। রাশিয়া, ইউক্রেন এবং ইউরোপীয় ইউনিয়নের প্রতিনিধিরা ব্রাসেলসে দেখা করবেন।

XS
SM
MD
LG