অ্যাকসেসিবিলিটি লিংক

ইউক্রেন বাফার জোন থেকে সেনা প্রত্যাহার শুরু করেছে


ইউক্রেনের কর্মকর্তারা বলছেন, তারা দেশের পূর্বাঞ্চলের বাফার জোন থেকে সেনা প্রত্যাহার করা শুরু করেছেন। সেখানে তারা রুশপন্থী বিচ্ছিন্নতাবাদীদের সঙ্গে লড়াই চালিয়ে যাচ্ছে।

একজন সামরিক মুখপাত্র বলেছেন, সোমবার বিদ্রোহীদের আক্রমণ হ্রাস পায়। এর ফলে, গত সপ্তাহের চুক্তি মোতাবেক কিয়েভ ৩০ কিলোমিটার দীর্ঘ একটি বাফার জোন তৈরির কাজ বাস্তবায়ন করতে পারছে।

এ সপ্তাহে অনুষ্ঠিতব্য জাতিসংঘ সাধারণ অধিবেশনে, একটি গুরুত্বপূর্ণ আলোচনার বিষয় হবে ইউক্রেন। রাশিয়ার প্রেসিডেণ্ট ভ্লাদিমির পুতিন ঐ অধিবেশনে যোগ দিচ্ছেন না। তার জায়গায় অধিবেশনে উপস্থিত থাকবেন, পররাষ্ট্রমন্ত্রী সের্গেই লাভরভ।

XS
SM
MD
LG