অ্যাকসেসিবিলিটি লিংক

ইউক্রেনের সংসদ জোট নিরপেক্ষ মর্যাদা বিলোপ করেছে


UKRAINE timeline - Dec 23 - statement in favor of NATO
UKRAINE timeline - Dec 23 - statement in favor of NATO

ইউক্রেন নেটোর সদস্যত্ব লাভের জন্য মঙ্গলবার আরেকটি পদক্ষেপ গ্রহণ করেছে। ইউক্রেনের সংসদ একটি আইন পাশ করেছে যার অধীনে কিয়েভের জোট নিরপেক্ষ মর্যাদা বিলোপ করা হয়।

আইনপ্রণেতারা বিপুল ভোটাধিক্যে ওই আাইন পাশ করেন। ২০১০ সালে রাশিয়ার চাপে ওই আইন কার্যকর করা হয়। এবং তার ফলে কিয়েভ কোন দেশের সঙ্গে সামরিক জোট স্থাপন করতে পারেনি।

ইউক্রেনের প্রেসিডেন্ট পেট্রো পোরোশেংকো বলেছেন তিনি পশ্চিমের সামরিক জোট, নেটোতে সদস্যত্ব লাভের চেষ্টা করবেন। কিয়েভ ইউক্রেনের পুর্বাঞ্চলে রুশ সমর্থিত বিদ্রোহীদের বিরুদ্ধে লড়ছে।

XS
SM
MD
LG