ইউক্রেনের এক শীর্ষ কর্মকর্তা সোমবার বলেছেন রুশ ট্যাংক বহর এবং সশস্ত্রযানের কনভয় দেশের দক্ষিণপুর্বাঞ্চলে প্রবেশ করেছে।
ইউক্রেনের জাতীয় নিরাপত্তা পরিষদের এক মুখপাত্র অ্যানড্রি লাইসেঙ্কো বলেছেন ১০টি ট্যাংক, দুটি সশস্ত্র যান এবং দুটি ট্রাক শেরবাকের কাছে সীমান্ত অতিক্রম করেছে। তিনি বলেন রুশ সামরিক যানবহর বিচ্ছিন্নতাবাদী ডনেটস্ক বিদ্রোহীদের পতাকা বহন করছিলো।
লাইসেঙ্কো বলেছেন কনভয়টি মারিওপলের কাছে কোন এলাকার দিকে হয়ত যাচ্ছে। তিনি বলেন আজভ বন্দর নগরিতে যথেষ্ট রক্ষাকারী আছে যারা যে কোন হামলা প্রতিহত করতে পারবে।