অ্যাকসেসিবিলিটি লিংক

রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী লাভরভ বলেছেন ক্রাইমিয়ায় রুশ সেনারা রুশ নাগরিকদের সুরক্ষা করছে


জাতিসংঘের মহাসচিব বান কি মুনের সঙ্গে রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রীর বৈঠকের প্রাক্কালে, ইউকরেইনের ক্রাইমিয়া উপদ্বীপে রাশিয়ার ক্রমবর্ধিত সৈন্যের উপস্থিতির পক্ষে যুক্তি দিচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী। জাতিসংঘের মহাসচিব আশা করছেন ওই অঞ্চলে আরও অস্থিতিশীলতা তিনি প্রতিরোধ করতে পারবেন।

সোমবার সার্গেই লাভরভ বলেছেন ক্রাইমিয়ায় রুশ সেনা ব্যবহার খুবই প্রয়োজন সেখানে রাজনৈতিক পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত। জিনিভায় জাতিসংঘের মানবাধিকার পরিষদের অধিবেশনের উদ্বধোনীতে তিনি ওই বক্তব্য রাখেন এবং বলেন রুশ নাগরিকদের সুরক্ষা করছে তার দেশের সেনারা।


ইউকরেইন রাশিয়ার বিরুদ্ধে অভিযোগ করেছে যে তারা সামরিক আক্রমণ অভিযান চালিয়েছে। মসকোর কাছে সৈন্য প্রত্যাহারের আবেদন জানিয়েছে তারা। রুশ বাহিনী ক্রাইমিয়ায় ইউকরেইনের সামরিক ঘাটি ঘীরে রেখেছে এবং সড়ক প্রতিবন্ধক স্থাপন করেছে।

রাশিয়ার বার্তা মাধ্যম জানিয়েছে রুশ জঙ্গী জেট ইউকরেইনের আকাশ সীমা দিয়ে কৃষ্ণ সাগরে গেছে রবিবার রাত থেকে সোমবার।
XS
SM
MD
LG