অ্যাকসেসিবিলিটি লিংক

রাশিয়ার বিরুদ্ধে বিচ্ছিন্নবাদীদের সমর্থন দেওয়ার অভিযোগ করেছে ইউক্রেনের প্রধানমন্ত্রী


Kharkiv, Luhansk, Donesk, Ukraine
Kharkiv, Luhansk, Donesk, Ukraine
ইউক্রেনের প্রধানমন্ত্রী, রাশিয়ার বিরুদ্ধে অভিযোগ করেছে যে তারা, ইউক্রেনের পুর্বাঞ্চলে তিনটি শহরে রবিবার সরকারি ভবন দখল সহ বিচ্ছিন্নবাদীদের ধর্মঘটকে সমর্থন দিচ্ছে।

আরসেনি ইয়াটসেনইউক সোমবার মন্ত্রী পরিষদের বৈঠকে বলেছেন ডনেটস্ক, লুহানস্ক, এবং খারকিভে যে অস্থিতিশীলতা শুরু হয়েছে তার পেছনে রাশিয়ার হাত আছে। তিনি বলেন স্পষ্টতই প্রতিবাদ বিক্ষোভ হচ্ছে পরিস্থিতি অস্থিতিশীল করার এবং বিদেশী সেনাদের সীমান্ত অতিক্রম করে ইউক্রেনের ভূমি দখল করার পরিকল্পনার একটা অংশ।

মি: ইয়াটসেনইউক বলেন রুশ সেনারা ইউক্রেনের ৩০ কিলোমিটারের মধ্যে মোতায়েন রয়েছে।

রয়েটার্স সংবাদ সংস্থা জানিয়েছে ইউক্রেনের অস্থায়ী প্রেসিডেন্ট অলেকস্যানডার টার্চনিয়ভও রাশিয়াকে রবিবারের প্রতিবাদ বিক্ষোভের জন্য দায়ী করে। তিনি অভিযোগ করেন যে তারা ক্রাইমিয়ার ঘটনার পুনরাবৃত্তি করতে চায়। সন্ত্রাসী দমন অভিযান পরিচালনা করার প্রতিশ্রুতি ব্যাক্ত করেন তিনি।
XS
SM
MD
LG