অ্যাকসেসিবিলিটি লিংক

উত্তেজনা নিরসণে রাশিয়া, ইউক্রেন, ফ্রান্স ও জার্মানীর পররাষ্ট্র মন্ত্রীর বৈঠক


রাশিয়া, ইউক্রেন, ফ্রান্স ও জার্মানীর পররাষ্ট্র মন্ত্রীরা ইউক্রেনের উত্তেজনা নিয়ে আলোচনার লক্ষে রোববার বৈঠকে বসবেন। জার্মানির রাজধানী বার্লিনে এই বৈঠক হবার কথা।

জার্মান পররাষ্ট্র মন্ত্রী Frank-Walter Steinmeier বিল্ড পত্রিকাকে বলেন যে তিনি আশা করছেন যে ঐ বৈঠক ইউক্রেনের পুর্বাঞ্চলে সহিংসতা পরিহার করতে এবং ঐ যুদ্ধ বিধ্বস্ত অঞ্চলের বাসিন্দাদের মানবিক সাহায্য প্রদানে সহায়ক হবে।

ফরাসি প্রেসিডেন্ট ফ্রাঁসোয়া ওলান্দে এবং ইউরোপীয় কমিশনের প্রেসিডেন্ট হোসে ম্যানুযেল বারোসো আজ বৈঠক করেছেন। এর পর মি ওলান্দে ইউক্রেনের আঞ্চলিক অখণ্ডতার প্রতি সম্মান জানাতে রাশিয়ার প্রতি আহ্বান জানান এবং ইউক্রেনকে তার সামরিক তৎপরতা নিয়ন্ত্রণ করতে বলেন। তিনি বলেন এ ব্যাপারে নতুন করে শীর্ষ বৈঠক করতে ফ্রান্স প্রস্তুত এবং আরও বলেন যে রোববারের বৈঠকটি সে ক্ষেত্রে প্রথম পদক্ষেপ হিসেবে ব্যবহার করা যায়।

XS
SM
MD
LG