অ্যাকসেসিবিলিটি লিংক

য়ুক্রেইন সংসদে বিক্ষোভকালে গ্রেফতার হওয়া লোকজনের ক্ষমামঞ্জুরির বিষয়টি বিবেচনা করছে


য়ুক্রেইনের সংসদ,গত দু’মাস ধরে সাম্প্রতিক যেসব রাজনৈতিক প্রতিবাদ-বিক্ষোভ হয়েছে কিয়েভে সেই তাতে গ্রেফতার হওয়া বহূ মানুষের ক্ষমা মঞ্জুরির বিষয়টি বিবেচনা করছে বুধবার ।
য়ূক্রেইনের সংকট কবলিত প্রেসিডেন্ট ভিক্টর ইয়ানুকোভিচ বলেছেন –প্রতিবাদ বিক্ষোভকারিরা যদি,যে সব সরকারি ভবন-অট্রালিকা তারা কব্জা করে রেখেছে সেখান থেকে হঠে যায় এবং রাস্তা থেকে তাদের বসানো প্রতিবন্ধক সরিয়ে নেয় তবেই কেবল ক্ষমা মঞ্জুরি দেওয়া যেতে পারে ।
তবে সরকার বিরোধি প্রতিবাদিদের তরফে এ প্রস্তাবে জোরদার বাধা দেওয়া হবে বলে অনুমান করা হচ্ছে । ইতিমধ্যে,গতকাল মঙ্গলবার ইয়ানুকোভিচ, প্রধানমন্ত্রী মাইকোলা আযারফের পদত্যাগ গ্রহন করেন।প্রতিবাদিদের তরফে এ পদত্যাগ ছিলো অন্যতম গুরুত্বপূর্ণ একটা দাবি।কিয়েভের মধ্যাঞ্চলভাগ তারা কয়েক সপ্তাহ যাবতই দখল করে রয়েছে ।
XS
SM
MD
LG