অ্যাকসেসিবিলিটি লিংক

য়ুক্রেন পরিস্থিতি নিয়ে বিশ্লেষন নিউ ইয়র্ক প্রবাসী সংবাদ ভাস্যকার-পর্যবেক্ষক ডক্টর সেলিম জাহানের


য়ুক্রেনে ভিক্টর ইয়ানুকোভিচের পতনের পর সেখানে এখন য়ুরোপিয় য়ুনিয়নের তরফে সর্বাত্মক সহায়তার আশ্বাস দিয়েছেন য়ুরোপিয় য়ুনিয়নের পররাষ্ট্র নীতি বিষয়ক প্রধান ক্যাথারীন এ্যাশটন।তিনি কিয়েভে সংবাদ সম্মেলনে একথা বলেছেন। যুক্তরাষ্ট্র পররাষ্ট্র দফতরের ডেপুটি সেক্রেটারী উইলিয়াম বার্ণস আজকেই য়ুক্রেইন যাচ্ছেন। ইতিমধ্যে য়ুক্রেইনের সংসদ নতুন জাতীয় সংহতি সরকার গঠনের পরিকল্পনা বৃহস্পতিবার পর্যন্ত মুলতুবি করেছে- সব কিছু মিলিয়ে কি মনে হচ্ছে?
রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পূটীন রাশিয়ার স্বার্থের জন্যে য়ুক্রেইনকে অতীব গুরুত্বপূর্ণ বলে চিহ্নিত করেছেন- লক্ষ লক্ষ রূশবাসির বাস ওখানে-কৃষ্ণ সাগরবর্তি প্রাক্তন সোভিয়েট এ ভূখন্ডে রূশ নৌ বাহিনীর বড়ো একটা ঘাঁটি রয়েছে-পুটিন এ চ্যালেঞ্জ মোকাবেলায় তাঁর স্বভাবসূলভ দৃপ্ত ভঙ্গিমায় পশ্চিমের বিরুদ্ধে উঠে দাঁড়াবেন বলে কি মনে হয়?
ইয়ানুকোভিচ প্রেসিডেন্ট প্রাসাদ ছেড়ে নিরূদ্দিষ্ট হবার পর দুর্নীতি নিয়ে অনেক কথা হচ্ছে। লক্ষ লক্ষ অঙ্কের অর্থের সন্ধানের কথা বলা হচ্ছে-বিলাসবহুল জীবন যাপন নিয়ে নানান কেচ্ছা কাহিনী শোনা যাচ্ছে- পতনের অন্যতম কারণ হিসেবে এটা কতোখানি ভুমিকা রেখেছিলো?
য়ুক্রেন পরিস্থিতির সর্বশেষ এসব খবরাখবর নিয়ে বিশ্লেষন করেছেন নিউ ইয়র্ক প্রবাসী সংবাদ ভাস্যকার-পর্যবেক্ষক ডক্টর সেলিম জাহান। টেলি কনফারেন্স লাইনে তাঁর সঙ্গে ওয়াশিংটন স্টুডিও থেকে কথা বললেন সরকার কবীরূদ্দীন।ukraine
please wait
Embed

No media source currently available

0:00 0:05:21 0:00
সরাসরি লিংক
XS
SM
MD
LG