অ্যাকসেসিবিলিটি লিংক

পোরোশেংকো ভবিষ্যৎবানী করছেন যে বুধবারে অস্ত্র বিরতি হবে


Poroshenko Russian passports
Poroshenko Russian passports

ইউক্রেনের প্রেসিডেন্ট পেট্রো পোরোশেংকো ভবিষ্যৎবানী করছেন যে তার সরকার ও রুশ পন্থি বিচ্ছিন্নতাবাদীদের মধ্যে বুধবারে একটা দ্রুত ও কোন শর্ত ছাড়া অস্ত্র বিরতি হবে। ইউক্রেনের পুর্বাঞ্চলে, রুশ পন্থী বিদ্রোহীদের সঙ্গে ইউক্রেনের লড়াই হচ্ছে। মি পোরোশেংকো বলেন রবিবার রাশিয়ার প্রেসিডেন্ট ভ্ল্যাডিমির পুটিন,ফরাসী প্রেসিডেন্ট ফ্রাঁসোয়া ওলান্দ এবং জার্মান চ্যানসেলার আংহেলা মার্কেলের সঙ্গে টেলিফোনে আলোচনায় অস্ত্র বিরতি বিষযে অগ্রগতি হয়।

রাশিয়া, ইউক্রেন, ফ্রান্স এবং জার্মানীর নেতারা, রবিবার টেলিফোনে, ইউক্রেনে লড়াই অবসানের লক্ষ্যে একটি ফরাসী-জার্মান শান্তি পরিকল্পনা বিষয়ে আলোচনা করেন।

জার্মান সরকারের এক মুখপাত্র বলেছেন ইউক্রেন সংকট নিরসনের জন্য অব্যাহত ভাবে কাজ করার লক্ষ্যে, চার নেতা বুধবার বেলারুসের রাজধানী মিনস্কে বৈঠকে বসবেন।

XS
SM
MD
LG