অ্যাকসেসিবিলিটি লিংক

রাশিয়া, ইউক্রেনকে দেয়া গ্যাসের দাম কমানোর প্রস্তাব বর্জণ না করার ব্যপারে হুশিয়ার করেছে


রাশিয়া, ইউক্রেনকে দেয়া গ্যাসের দাম ২০ শতাংশ কমিয়ে আনার প্রস্তাব বর্জণ না করার ব্যপারে হুশিয়ার করে দিয়েছে।

প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বুধবার বলেছেন প্রয়োজনে ইউক্রেন আরো দাম কমানোর অনুরোধ করতে পারে। পুতিনের বক্তব্য উদ্ভৃত করে রুশ সংবাদ সংস্থা জানায় ইউক্রেন যদি তাদের প্রস্তাব বর্জন করে তবে পরিস্থিতি অন্য দিকে মোড় নিতে পারে যা রাশিয়া চায় না।

এ নিয়ে ইউক্রেনের প্রধানমন্ত্রী আরসেনি ইয়াৎসেনিউক বলেন মূল্য ছাড়ের নামে প্রতি কিউবিক মিটার গ্যাসের দাম ১০০ ডলার কোনো অর্থ হয় না।
XS
SM
MD
LG