অ্যাকসেসিবিলিটি লিংক

রাশিয়া সমর্থক বিদ্রোহি লড়াকু এবং য়ুক্রেইনের সামরিক বাহিনী – দু’পক্ষই পূর্বাঞ্চলবর্তী শহরটি থেকে অস্ত্রশস্ত্র হঠাতে রাজি নয়


রাশিয়া সমর্থক বিদ্রোহি লড়াকু এবং য়ুক্রেইনের সামরিক বাহিনী – দু’পক্ষই সামরিক কৌশলগত দিক থেকে গুরুত্বপুর্ণ য়ুক্রেইনের পূর্বাঞ্চলবর্তী শহরটি থেকে অস্ত্রশস্ত্র হঠাতে রাজি নয়- আন্তর্জাতিক স্তরে অস্ত্র সম্বরণের একটা সম্মতি হলেও সেখানে লড়াই চলছে লাগাতার।

অস্ত্রবিরতির চুক্তি রবিবার থেকে বলবত হওয়ার পর রণাঙ্গনের অন্যত্র সহিংসতার মাত্রা হ্রাস পেলেও ডিবল্টসেইভে কিন্তু লড়াই বহাল রয়েছে- শহরটির নিয়ন্ত্রণ কিয়েভের হাতে থাকলেও চারপাশটা তার ঘিরে রয়েছে বিচ্ছিন্নতাবাদীরা।

অস্ত্রবিরতির শর্ত মোতাবেক গুরুত্বপুর্ণ শহরটি থেকে দু’পক্ষেরই ভারি সব সমরাস্ত্র মঙ্গলবার থেকেই হঠিয়ে নেবার কথা।অথচ- সময় বয়ে চলেছে, চূড়ান্ত সময় সীমা পার হয়ে যাচ্ছে-কোনো তরফেই কোনো ভ্রুক্ষেপ নেই।

ইতিমধ্যে, য়ুক্রেইন সামরিক বাহিনীর মূখপাত্র আনাতোলী স্তেলমাখ টেলিভিশনে মন্তব্য করেছেন- যুদ্ধবাজদের অস্ত্র দাগা থামলেই ভারি সব সমরাস্ত্র আমরা রণাঙ্গন থেকে হঠিয়ে নেবো।

XS
SM
MD
LG