অ্যাকসেসিবিলিটি লিংক

জাতিসংঘ করোনা মোকাবেলায় দুইশো কোটি ডলারের অর্থ সহায়তার আবেদন জানিয়েছে


বিশ্বজুড়ে ছড়িয়ে পড়া করোনা ভাইরাসের মহামারীতে আর্থিকভাবে বিপর্যস্ত, বিপন্ন দরিদ্র দেশগুলোর করোনা সংক্রমণ মোকাবেলায় জাতিসংঘ ২শ কোটি ডলারের মানবিক অর্থ সহায়তার আন্তর্জাতিক আবেদন জানিয়েছে। জাতিসংঘ বলছে, এই অর্থ দিয়ে করোনা চিকিৎসার প্রয়োজনীয় উপকরণাদি ঐসব দেশকে সরবরাহ করা হবে। এই অর্থ শরণার্থী ও বাস্তুচ্যুতদেরও করোনা চিকিৎসা ও মোকাবেলা কার্যক্রম ব্যয় করা হবে।

যুক্তরাষ্ট্রের সময় বুধবারে অর্থ সহায়তার আবেদন জানানোর অনুষ্ঠানে জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেস বলেছেন, কোটি কোটি মানুষ করোনার ভয়ংকর বিস্তারের মধ্যে রয়েছেন। এমন ভয়াবহ পরিস্থিতি অতীতে আর দেখা যায়নি। যেসব দেশ দরিদ্র এবং আর্থিক সক্ষমতায় পিছিয়ে তাদের বিপদ আরো বড়। তাদের চিকিৎসার সহায়তার জন্যই এই অর্থ চাওয়া হচ্ছে।

জাতিসংঘ মহাসচিব বলেন, এই বিপন্ন মানুষদের জন্য আমাদের এখনই কার্যক্রম শুরু করতে হবে। বিপন্ন এই মানুষদের প্রতি আমাদের হাত বাড়িয়ে দিতে হবে। আমরা যদি এখনই হাত না বাড়াই বিপন্ন মানবজাতি আরো বিপন্ন হবে, অসংখ্য জীবনহানি হবে। জাতিসংঘ মহাসচিব বলেন, তাই সকলকে সমবেতভাবে এগিয়ে আসার এখনই সময়।

please wait

No media source currently available

0:00 0:01:20 0:00



XS
SM
MD
LG