অ্যাকসেসিবিলিটি লিংক

ভেনিজুয়েলার সরকারকে রাজনৈতিক বিরোধীদের অধিকারের প্রতি সম্মান প্রদর্শনের আহবান জানিয়েছে জাতিসংঘ


জাতিসংঘ শুক্রবার ভেনিজুয়েলার সরকারের প্রতি, রাজনৈতিক বিরোধীদের বিক্ষোভের অধিকারের প্রতি সম্মান প্রদর্শনের আহবান জানিয়েছে। দক্ষিণ আমেরিকার ঐ দেশ থেকে উল্লেখযোগ্য পরিমান রাজনৈতিক আশ্রয়ের অনুরোধে প্রেক্ষিতে জাতিসংঘ ঐ আহবান জানায়।

জাতিসংঘের শরণার্থী সংস্থাটি জানিয়েছে, ২০১৭ সালে ভেনিজুয়েলার ৫২ হাজারেরও বেশি মানুষ রাজনৈতিক আশ্রয়ের আবেদন করেছে। ২০১৬ সালে যে পরিমান মানুষ রাজনৈতিক আশ্রয়ের আবেদন করেছিল, ২০১৭ সালে এরই মধ্যে তার চেয়ে দ্বিগুন মানুষ আশ্রয়ের আবেদন করেছে।

পরিকল্পিত ‘প্রতীকী ভোট’কে গণভোট হিসাবে উল্লেখ করে ইউএনএইচসিআর এক বিবৃতিতে বলেছে, যারা এই প্রক্রিয়ায় অংশ নিতে চায় তাদের প্রতি সম্মান প্রদর্শন এবং জনগণের মত প্রকাশের স্বাধীনতা, সমিতি এবং শান্তিপূর্ণ সমাবেশের গ্যারান্টি দেওয়ার জন্য কর্তৃপক্ষের প্রতি আহবান জানাচ্ছি।"

XS
SM
MD
LG