অ্যাকসেসিবিলিটি লিংক

জাতিসংঘ ও আফ্রিকি ইউনিয়ন সোমালিয়ায় অবিলম্বে নির্বাচনের আহ্বান জানিয়েছে


সোমালিয়ায় আফ্রিকি ইউনিয়ন মিশনের বিরুদ্ধে মহিলারা প্রতিবাদ জানাচ্ছেন, ১২ই অগাস্ট, ২০২১- রয়টার্স
সোমালিয়ায় আফ্রিকি ইউনিয়ন মিশনের বিরুদ্ধে মহিলারা প্রতিবাদ জানাচ্ছেন, ১২ই অগাস্ট, ২০২১- রয়টার্স

সোমালিয়ায় আফ্রিকান ইউনিয়নমিশন বা AFRICOM 'র সেনাদের সঙ্গে ১২ই অগাস্ট লোয়ার সেবেল অঞ্চলের আল শাবাব জঙ্গিদের মধ্যে বন্দুকযুদ্ধে বহু সাধারণ নাগরিকের মৃত্যুর পর, সোমালিয়ায় মহিলারা আফ্রিকান ইউনিয়ন মিশনের বিরুদ্ধে এরদোয়ান হাসপাতালের বাইরে বিক্ষোভ দেখানI জাতিসংঘ ও আফ্রিকান ইউনিয়ন বৃহস্পতিবার, সোমালিয়ার প্রতি ইসলামী জঙ্গিদের হুমকি থাকা সত্ত্বেও, বিলম্বিত জাতীয় নির্বাচনকে অক্টোবরে সেরে ফেলার অনুরোধ জানায়I

সোমালিয়া বিষয় জাতিসংঘের বিশেষ প্রতিনিধি, জেমস সোয়ান, নিরাপত্তা পরিষদের বৈঠকে বলেন, আল শাবাব জঙ্গিদের তরফে অব্যাহত হুমকি থাকায়, নির্বাচনের প্রস্তুতিতে নিরাপত্তা বিষয়টি এখন প্রধান উদ্বেগের বিষয়Iআল শাবাব, বিশেষত দক্ষিণ পশ্চিম রাজ্যের আশপাশেরলোকজনদের ঘিরে ফেলাসহ. নানা ধরণের সন্ত্রাসী ও বিদ্রোহী তৎপরতা অব্যাহত রেখেছেI

আফ্রিকান ইউনিয়নের বিশেষ প্রতিনিধি, ফ্রান্সিস্কো মেদেইরা, পরিষদকে জানান, আমাদের সমন্বিত লক্ষ্য থাকবে সন্ত্রাসীরা যেন নির্বাচনী ব্যবস্থাকে ধ্বংস করতে না পারে, তা প্রতিরোধ করাI তিনি জানান, সন্ত্রাসী গ্ৰুপটি মোগাদিসু ও তার বাইরে নির্বাচনী প্রক্রিয়াকে পন্ড করতে অনিষ্টকর কর্মকান্ডের আশ্রয় নিয়েছে

XS
SM
MD
LG