অ্যাকসেসিবিলিটি লিংক

পাকিস্তানে স্কুলের শিশুসহ প্রায় দেড় শ লোকের হত্যা যজ্ঞ: বিশ্বনের্তৃবৃন্দের তীব্র নিন্দা


বিশ্বব্যাপী পাকিস্তানের তালেবানের তীব্র নিন্দে জ্ঞাপন চলছে। জাতিসংঘের মহাসচিব বান কী মুন ও এই ঘৃণ্য ঘটনার নিন্দে করেছেন। । এর মাত্র কয়েক ঘন্টা আগেই জঙ্গি গোষ্ঠিটি প্রায় দেড় শ লোকের হত্যাযজ্ঞের দায় স্বীকার করেছে , যাদের মধ্যে বেশির ভাগই স্কুলের ছেলেমেয়ে। অনুমান করা হচ্ছে হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে।

তিনি বলেন কোন কারণই এই বর্বরতাকে যৌক্তিকতা দিতে পারে না , কোন অভিযোগই এই লোমহর্ষক ঘটনার অজুহাত হতে পারে না। পাকিস্তানের পেশাওয়ার শহরে সামরিক বাহিনীর একটি স্কুলে এই ধ্বংসযজ্ঞকে তিনি অরক্ষিত শিশুদের বিরুদ্ধে ভীরুর কাজ বলে বর্ণনা করেন।

তুরস্কের সরকার নিহতদের জন্য একদিনের জাতীয় শোক ঘোষণা করেছে এবং নোবেল পুরস্কারজয়ী মালালা ইউসুফজাই , যিনি নিজেও দু বছর আগে তালিবানের গুলিতে আহত হয়েছিলেন , তিনি সন্ত্রাসের বিরুদ্ধে লড়াইয়ে একতাবদ্ধ হবার আহ্বান জানান।

এমনকী প্রতিবেশী দেশ আফগানিস্তানের তালিবানরা এই হত্যাযজ্ঞকে ইসলাম বিরোধী বলে ফতোয়া দিয়েছে।

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বারাক ওবামা লোকহর্ষক বলে আখ্যায়িত করে বলেছেন , সন্ত্রাসীরা আরো একবার তাদের বিকৃত রুচির পরিচয় দিয়েছে।

XS
SM
MD
LG