অ্যাকসেসিবিলিটি লিংক

লিবিয়ায় জাতিসংঘের দূত ঐকমত্যের সরকার গঠনে রাজি হতে বিবদমান পক্ষগুলোর প্রতি আহ্বান জানিয়েছেন


লিবিয়ায় জাতিসংঘের বিশেষ দূত এ মাসের শেষ নাগাদ সে দেশে একটি জাতীয় ঐক্যমত্যের সরকার গঠনে রাজি হতে এবং সেপ্টেম্বর মাসের গোড়ার দিকে ভোটের মাধ্যমে তা অনুসমর্থনের আহ্বান জানিয়েছেন। মঙ্গলবার জিনিভায় লিবিয়ার শান্তি আলোচনার নতুন পর্যায় শুরু হবার সময়ে তিনি এই আবেদন জানান।

তিনি বলেন যে আগামি তিন সপ্তার মধ্যে চুক্তিতে যে পৌছুনো সম্ভব তার একটি ভাল লক্ষণ হচ্ছে , জিনিভার এই আলোচনায় বিবদমান সব পক্ষই অংশ নিচ্ছে ।

লিওন বলেন লিবিয়া এখন সে দেশের একটি গভীর বিশৃঙ্খলা ও বিভাজনের মুখোমুখি। তিনি আশা প্রকাশ করেন যে সকল পক্ষের জন্য এটা বুদ্ধিমানের কাজ হবে যে এই পরিস্থিতি নিরসনে আলোচনা দ্রুত সম্পন্ন করা এবং একটি সমঝোতায় পৌঁছুনো।

গত মাসে লিবিয়ার রাজনৈনিতক নেতারা , জাতিসংঘের মধ্যস্থতায় ক্ষমতা ভাগাভাগির একটি চুক্তি সই করেছে কিন্তু গতবছর রাজধানী ত্রিপোলী দখলকারী ইসলামপন্থি গোষ্ঠি এতে অংশ নিতে অস্বীকৃতি জানায়। তিনি বলেন যে স্বাক।সরিত ঐ চুক্তি এগিয়ে নিতে , তিনি আলোচনার এ পর্যায়ে সকল পক্ষকেই ঐকমত্যের সরকারের রাজি করানোর ওপর জোর দেবেন।

XS
SM
MD
LG