অ্যাকসেসিবিলিটি লিংক

ইউরোপীয় ইউনিয়নের পার্লামেন্ট সদস্যদের কাশ্মীর সফরের অনুমতি


ইউরোপীয় ইউনিয়ন পার্লামেন্টের ২৭ জন সদস্য কাশ্মীরে যাওয়ার আগে আজ দিল্লিতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে দেখা করেন। আগামীকাল তাঁরা কাশ্মীরে যাবেন। সোমবার মোদী তাঁদের স্বাগত জানিয়ে বলেন, ইউরোপের প্রতিনিধিরা কাশ্মীরের পরিস্থিতি দেখার আগ্রহ প্রকাশ করায় আমরা খুশি। আশা করি নিজের চোখে দেখে ওঁরা বুঝতে পারবেন সীমান্ত পেরিয়ে আসা জঙ্গিরা কাশ্মীরের জনজীবনের কত ক্ষতি করছে এবং আমরা কীভাবে জঙ্গি হামলার মোকাবিলা করছি।

জম্মু ও কাশ্মীরের সঙ্গে লাদাখের বাসিন্দাদের জীবন ও সংস্কৃতির পার্থক্য কতটা, তাও ওঁরা বুঝবেন। উল্লেখ্য, ইউরোপীয় ইউনিয়ন আর যুক্তরাষ্ট্র গত মাস দুয়েক ধরে ভারত সরকারের কাশ্মীর নীতির তীব্র সমালোচনা করে আসছে। এর আগে বিদেশের সাংবাদিকরা অথবা রাজনৈতিক ও কূটনৈতিক প্রতিনিধিরা কাশ্মীরে যাওয়ার অনুমতি চেয়েও পাননি।

XS
SM
MD
LG